মহালছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ
মহালছড়ি প্রতিনিধি,সিএইচটিনিউজ.কম
“পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েন, সেনা-বিজিবি ক্যাম্প স্থাপনের বিরুদ্ধে সোচ্চার হোন” এই আহ্বানে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) মহালছড়ি উপজেলা শাখা রাঙামাটিতে মেডিক্যাল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম স্থগিতের দাবিতে মহালছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ ১৪ জুন শনিবার সকাল পৌনে ১১টায় বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বাবু পাড়া থেকে বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয় ।
প্রতিবাদ সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি উপজেলা শাখার সাধারন মেনন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামের মহালছড়ি উপজেলা সভাপতি পলাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক নির্দশন খীসা ও মহালছড়ি উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি তপন চাকমা প্রমুখ ।
বক্তারা বলেন, রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মেডিক্যাল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ফলে জুম্ম জনগণ ভূমিহারা হবে। এতে পুরো জুম্ম জাতির জন্য অশুভ ফল বয়ে আনবে। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের একমাত্র সমাধান পূর্ণস্বায়ত্তশাসন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মেডিক্যাল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জুম্ম জনগণ চায় না। তারা কাপ্তাই বাঁধের ফলে পাহাড়িদের ক্ষতিগ্রস্ত হওয়ার কথা তুলে ধরেন।
সমাবেশ থেকে বক্তারা রাঙামাটিতে মেডিক্যাল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন কার্যক্রম স্থগিত করা, পার্বত্য চট্টগ্রামে র্যাব মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করা ও সেনা-বিজিবি ক্যাম্প স্থাপনের নামে ভূমি বেদখল বন্ধ করার দাবি জানান।
———–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।