মহালছড়িতে প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে আলোচনা সভা
মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

“জাতির ক্রান্তিলগ্নে সমাজ-জাতি রক্ষার সংগ্রামে নারী বোনেরা আন্দোলনে সামিল হোন” শ্লোগানে ব্রিটিশ বিরোধী সংগ্রামের অগ্নিকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর ২০২৩) দুপুর ২ টার সময় ইউপিডিএফের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ইউপিডিএফ সংগঠক পূরণ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিজগ খীসা, রিতু চাকমা, মংগ্রী মারমা ও মিত্র চাকমা প্রমুখ।
সভা শুরুতে ব্রিটিশ বিরোধী আন্দোলনসহ পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের আন্দোলনে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্নিকন্যা প্রীতিলতা এক সাহসিকতা, বীরত্বের নাম। ১৯৩২ সালে চট্টগ্রামে তার ইউরোপীয়ান ক্লাবে আক্রমণের ঘটনা ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছিল। তার এই সাহসিকতার ও বীরত্ব থেকে আমাদের পাহাড়ি নারীদেরকে শিক্ষা নিতে হবে।
বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে আজ আমাদের সমাজ ও জাতির অস্তিত্ব হুমকির সম্মুখীন। এদেশের শাসকগোষ্ঠি নানা ষড়যন্ত্রের জাল বিস্তার করে পাহাড়িদেরকে ধ্বংস করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। প্রতিনিয়ত নারী ধর্ষণ, খুন, ভূমি বেদখলের মতো ঘটনা সংঘটিত করা হচ্ছে। এ অবস্থায় নারীদেরকে বসে থাকলে হবে না। নারীদেরকে আরো বেশি সোচ্চার হয়ে আন্দোলনে যুক্ত হতে হবে। প্রত্যেক মা-বোনকে একেক জন প্রীতিলতা হয়ে সমাজ ও জাতিকে রক্ষা করতে হবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন