মহালছড়িতে সাম্প্রদায়িক হামলার ২২ বছর উপলক্ষে বিশেষ আলোচনা সভা

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
২০০৩ সালের ২৬ আগস্ট মহালছড়িতে পাহাড়িদের ওপর সংঘটিত সাম্প্রদায়িক হামলা, হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগসহ এযাতকালে সংঘটিত সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মহালছড়িতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ আগষ্ট ২০২৫) দুপুর ২টার সময় ইউপিডিএফের মহালছড়ি ইউনিট এই সভার আয়োজন করে।
“পূর্ণস্বায়ত্ত্বশাসন না হলে পার্বত্য চট্টগ্রামে শান্তি নেই, আসুন আত্মরক্ষার্থে সংগঠিত হই” এই শ্লোগানে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক বিজগ খীসা ও বিকাশ চাকমা। এতে সঞ্চালনা করেন ইউপিডিএফ সংগঠক পূরণ চাকমা।
সভায় বক্তারা বলেন, ২০০৩ সালের ২৬ আগস্ট তৎকালীন বিএনপি সরকারের আমলে মহালছড়িতে সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে পাহাড়িদের ১০টি গ্রামে হামলা, ঘরবাড়ি-বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ, হত্যা, লুটপাট চালানো হয়েছিল। জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়েছিল চার শতাধিক ঘরবাড়ি। খুন করা হয়েছিল সাবেক ইউপি চেয়ারম্যান বিনোদ বিহারী খীসা ও আট মাস বয়সী এক শিশুকে, ধর্ষণ করা হয়েছিল ১০ জন নারীকে। ৪টি বৌদ্ধ বিহার পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছিল। এই বর্বর হামলার প্রত্যক্ষ মদদদাতা ছিলেন তৎকালীন মহালছড়ি জোন কমাণ্ডার লে. কর্ণেল মো. আব্দুল আওয়াল।
বক্তারা দীর্ঘ ২২ বছরেও এ হামলার ঘটনায় বিচার ও হামলায় জড়িতদের শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে এ যাবত পাহাড়িদের ওপর সংঘটিত গণহত্যা ও সাম্প্রদায়িক হামলার কোন সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি। এই বিচারহীনতার কারণেই পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের প্রতিনিয়ত সাম্প্রদায়িক হামলার শিকার হতে হচ্ছে।
বক্তারা আরো বলেন, বাংলাদেশের সকল সরকারই পাহাড়িদের সাথে বৈষম্য ও জাতিগত বিদ্বেষ জারি রেখে শাসন-শোষণ চালিয়ে যাচ্ছে। চব্বিশের গণঅভুত্থান পরবর্তী গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকারও তার কোন ব্যতিক্রম নয়। বর্তমানে সেনা অভিযানের নামে পাহাড়িদের ওপর যেভাবে নিপীড়ন-নির্যাতন, হয়রানি করা করা হচ্ছে তা অতীতের নিপীড়নকেও ছাড়িয়ে যাচ্ছে।
বক্তারা মহালছড়ি সাম্প্রদায়িক হামলাসহ পার্বত্য চট্টগ্রামে এযাবতকালে সংঘটিত সকল গণহত্যা ও সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং পার্বত্য চট্টগ্রামে সেনা অভিযানের নামে চলমান নিপীড়ন-নির্যাতন বন্ধের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।