মহালছড়িতে সেটলার কর্তৃক ভূমি বেদখলের প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ সমাবেশ

পানছড়ি প্রতিনধি ।। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়িতে সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের মালিকানাধীন ভূমি বেদখলে করে অবৈধভাবে ঘর নির্মাণের প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৮ অক্টোবার ২০২১) সকাল ১০টায় গণতান্ত্রিক যুব ফোরাম ও এলাকাবাসীর উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক রিপন ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক এস মঙ্গল চাকমা, এলাকার বিশিষ্ট মুরুব্বি আর্তিক মনি চাকমা, মেম্বার রাঙাচান চাকমা ও চারু বিকাশ ত্রিপুরা প্রমুখ।
বক্তারা সম্প্রতি মহালছড়ির মাইসছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় সেটলার কর্তৃক পাহাড়িদের জায়গা বেদখল করে অবৈধভাবে ঘর নির্মাণ ও অব্যাহত ভূমি বেদখলের ষড়যন্ত্র এবং পানছড়ির মরাটিলায় দেব রঞ্চন ত্রিপুরার সাত শতাধিক কলাগাছ কেটে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়ি জনগোষ্ঠীকে উৎখাত করতে শাসকগোষ্ঠী যুগ যুগ ধরে নানা ষড়যন্ত্র চালিয়ে আসছে। আশির দশকে যে লক্ষ লক্ষ সেটলার বাঙালিকে পার্বত্য চট্টগ্রামে অনুপ্রবেশ ঘটানো হয়েছে তাদেরকেই পাহাড়িদের ভূমি বেদখলে লেলিয়ে দিচ্ছে শাসকগোষ্ঠী। এসব সেটলার বাঙালিরা এখন রাজনৈতিক লেবাস ধারণ করে পাহাড়িদের ভূমি কেড়ে নিচ্ছে, বসতভিটা থেকে উচ্ছেদ করছে। সম্প্রতি মাইসছড়িতে যুব লীগের এক নেতার নেতৃত্বেই সেটলাররা পাহাড়িদের মালিকানাধীন জায়গা বেদখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করেছে বলে বক্তারা অভিযোগ করেন।
বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধ ও বেদখলকৃত ভূমি ফেরত দেয়ার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন