মহালছড়ি থেকে খাগড়াছড়িতে মিছিলে যাওয়ার সময় নারীদেরকে মুখোশ দুর্বৃত্তদের বাধাদান!
মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

খাগড়াছড়ির মহালছড়ি থেকে খাগড়াছড়িতে তিন সংগঠনের আয়োজিত মিছিলে অংশগ্রহণ করতে যাওয়ার সময় নারীদেরকে বাধা প্রদান করেছে সেনা সৃষ্ট নব্যমুখোশ দুর্বৃত্তরা। হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমাসহ ২ ছাত্রীকে অপহরণের ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার (২৪ সেপ্টেম্বর ২০২৩) খাগড়াছড়ি জেলা সদরে হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে উক্তি বিক্ষোভের আয়োজন করা হয়।

জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার সময় মহালছড়ির মাইসছড়ি ইউনিয়নের আমতলি থেকে ৫টি মাহেন্দ্র গাড়িযোগে নারীরা খাগড়াছড়ির মিছিলে যেতে প্রস্তুত হয়। সেখান থেকে ৩টি গাড়ি নিয়ে নারীদের একাংশ আগে চলে যায়। বাকী ২টি গাড়ি নিয়ে আরো কয়েকজনের জন্য অপেক্ষা করার সময় অজিত চাকমার নেতৃত্বে মোটর সাইকেলযোগে তিনজন মুখোশ দুর্বৃত্ত সেখানে এসে গাড়ির চালকদের কাছ থেকে চাবি কেড়ে নেয় এবং সেখানে থাকা নারীদেরকে মিছিলে না যাওয়ার নির্দেশ দিয়ে চলে যায়। ফলে তারা আর মিছিলে অংশগ্রহণ করতে পারেনি। দুর্বৃত্তরা এখনো গাড়ির চাবি ফেরত দেয়নি বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন