মাইকেল চাকমার সন্ধান ও বিনা বিচারে হত্যা-গুম বন্ধের দাবিতে রামগড়ে বিক্ষোভ

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ ।। রাষ্ট্রীয় গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার সন্ধান, সেনা শাসন তুলে নেয়া, পাহাড় ও সমতলে বিনা বিচারে হত্যা, গুম বন্ধ করা এবং রমেল, সৌরভ হত্যায় জড়িত সেনাদের গ্রেফতার ও বিচারের দাবিতে দাবিতে রামগড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৯ এপ্রিল ২০২২) সকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ইউপিডএফ’র রামগড় ইউনিটের সমন্বয়ক হ্লাচিং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা সভাপতি জার্মেন্ট ত্রিপুরা, সহ-সভাপিতি কিরণ ত্রিপুরা। সঞ্চালনা করেন গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা সাধারণ সম্পাদক লিটন চাকমা।

বক্তারা বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলন বাধাগ্রস্ত করার জন্যই মাইকেল চাকমাকে গুম করেছে। আজ তিন বছরেও সরকার মাইকেল চাকমার সন্ধান দিতে পারেনি। আমরা অবিলম্বে তার সন্ধান চাই। সরকারকে অবশ্যই মাইকেল চাকমার সন্ধান দিতে হবে।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে চলমান অন্যায় দমন-পীড়ন বন্ধ করা, মাইকেল চাকমাকে সুস্থভাবে পরিবারের নিকট ফিরিয়ে দেয়া, সেনা শাসন প্রত্যাহারপূর্বক গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি এবং ছাত্র নেতা রমেল ও ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা সৌরভ হত্যায় জড়িত সেনা সদস্যদের আইনের আওতায় এনে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন