মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দীঘিনালায় কালো ব্যাজ ধারণ ও প্রদীপ প্রজ্বলন

0


দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় খাগড়াছড়ির দীঘিনালায় কালো ব্যাজ ধারণ ও প্রদীপ প্রজ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) এবং দীঘিনালা ছাত্র-জনতা।

আজ মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টায় উপজেলার উদালবাগান উচ্চ বিদ্যালয়ের সামনে এ প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়।

প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি মিঠুন চাকমা। অনুষ্ঠান সমাপ্ত করেন পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা।


রোনাল চাকমা বলেন, গতকাল মাইলস্টোনে বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনায় সারা দেশ শোকাহত। কোমলমতি শিশুরা সবার প্রাণ ও মন ছুঁয়েছে। পাহাড় থেকে সমতল সবাই নিস্তব্ধ ও হতবাক। পাহাড়ের এক শিক্ষার্থীও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সমস্ত ধর্ম, বর্ণ ও জাতি ছাপিয়ে মানুষ আজ এক জায়গায়। সারা দেশে আজ বিভীষকাময় পরিস্থিতি চলছে। কোন সরকার এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না। অথচ আমরা দেখছি শিক্ষার্থীদের উপর সেনাবাহিনী ও পুলিশ লাঠিচার্জ করে আহত করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সরকারের নিকট এই দমন-পীড়ন বন্ধে আহ্বান জানাই।


তিনি আরো বলেন, গত কিছুদিন আগে খাগড়াছড়ি ভাইবোনছড়ায় এক কিশোরী শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছেন। বর্তমানে খারাপ অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। অথচ জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের রক্তের মধ্যে দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে।

তিনি অবিলম্বে বিমান বিধ্বস্তের ঘটনা সুষ্ঠু তদন্ত, নিহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিতে এবং ভবিষ্যতে যাতে কোন বিদ্যালয়ের উপর এমন দুর্ঘটনা না ঘটে তার জন্য সরকারকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও এলাকার প্রায় ৩ শতাধিক সাধারণ জনণ অংশগ্রহণ করেন। নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ করে ২ মিনিট নীরবতা পালন করা হয়।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More