মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় খাগড়াছড়িতে মৌন মিছিল ও প্রদীপ প্রজ্বলন

0


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় খাগড়াছড়িতে মৌন মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন।

আজ মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) সন্ধা ৭টার সময় খাগড়াছড়ি সদরের স্বনির্ভর হতে মৌন মিছিল সহকারে নারাঙহিয়া রেডস্কয়ার পর্যন্ত গিয়ে আবার স্বনির্ভরে এসে প্রদীপ প্রজ্বলন করা হয়।

এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পিসিপি’র খাগড়াছড়ির জেলা শাখার  সহসভাপতি অনিমেষ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থীর মুক্তা চাকমা।

এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।


বক্তারা বলেন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি এবং আহতদের প্রতি জানাচ্ছি সহমর্মিতা।

তারা বলেন, দেশের জনবসতিপূর্ণ এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর এমন বিমান বিধ্বস্তের ঘটনায় দেশবাসী আজ হতবাক। এমন পরিস্থিতিতে সবচেয়ে দেখার বিষয় হলো সরকার কেন নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করছে না। তারা নিহতদের লাশ গায়েব করছে বলে অভিযোগ উঠছে। এটা করা হলে দেশের মানুষ তা মানবে না। সরকারকে অবশ্যই যারা নিহত হয়েছেন তাদের সঠিক সংখ্যা ও পরিচয় দেশের জনগণকে জানাতে হবে।


তারা আরো বলেন, আজ দেশে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে পুলিশ কর্তৃক হামলার ঘটনা দেখেছি। আমরা এমন হামলার জোরালো নিন্দা জানাচ্ছি। 

বক্তারা বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে দক্ষ ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনপূর্বক সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার কারণ সম্পর্কে দেশবাসীকে অবহিত করতে হবে। কোন গাফিলতি প্রমাণ পাওয়া গেলে দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ নিতে হবে।  

বক্তারা ঘটনায় নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুকিৎসার নিশ্চিত করার দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More