মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধস্তের ঘটনায় নিহতদের স্মরণে কুদুকছড়িতে পিসিপির কালো ব্যাজ ধারণ ও প্রদীপ প্রজ্বলন

0


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণ ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় রাঙামাটির কুদুকছড়িতে কালো ব্যাজ ধারণ  ও প্রদীপ প্রজ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), রাঙামাটি জেলা শাখা।

আজ মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) সন্ধ্যা ৬.৩০ টায় কুদুকুছড়ি হাফবাজারে এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পিসিপি’র রাঙামাটি জেলা সভাপতি তনুময় চাকমা।

তিনি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।


তনুময় চাকমা বলেন, সরকারকে অবিলম্বে বিমান বিধ্বস্তের ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ দেশবাসীকে জানাতে হবে এবং নিহত-আহতদের সঠিক তালিকা প্রকাশ করতে হবে। 

তিনি নিহতদের পরিবারবর্গকে যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More