মাইসছড়িতে ভূমি বেদখল চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৩ জুলাই ২০২৩

মহালছড়ি উপজেলার মাইসছড়ি বদানালা এলাকায় মো. আব্দুল লতিফ নামের এক সেটলার কর্তৃক সেনাবাহিনীর সহযোগীতা নিয়ে পাহাড়িদের ভূমি বেদখলের চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখা।
আজ রবিবার (২৩ জুলাই ২০২৩) বিকালে জেলা পরিষদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্বনির্ভর বাজারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৃষ্ণাঙ্কর চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক রুপান্ত চাকমা।

বক্তারা বলেন, গত ২১ জুলাই দুপুরে লেমুছড়ি এলাকার বাসিন্দা মো. আব্দুল লতিফ জয়সেন পাড়ায় নতুন স্থাপিত সেনা ক্যাম্প থেকে একদল সেনা সদস্যকে সাথে নিয়ে বদানালা এলাকায় গিয়ে পাহাড়িদের ভূমি বেদখল ও ঘরবাড়ি ভেঙে দেয়ার প্রচেষ্টা চালায়। তবে পাহাড়ি নারীদের শক্ত অবস্থানের কারণে তার সে চেষ্টা ব্যর্থ হয়।
তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সেটলার বাঙালিরা প্রতিনিয়ত পাহাড়িদের ভূমি বেদখল করার পাঁয়তারা করছে। কিছুদিন আগে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এবং রাঙামাটির লংগদুতেও সেটলাররা ভূমি বেদখলের চেষ্টা চালিয়েছে। এই ভূমি বেদখলকারী সেটলার বাঙালিদের বিরুদ্ধে প্রশাসন আইনগত কোন পদক্ষেপ না নেয়ার কারণে তারা বার বার এ ধরনের ঘটনা সংঘটিত করছে।
বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল প্রচেষ্টা বন্ধ করা, ভূমি বেদখল চেষ্টাকারী আব্দুল লতিফসহ জড়িতদের আইনের আওতায় আনা এবং সেটলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে পুনর্বাসনের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন