মাটিরাঙ্গায় উদ্ধারকৃত গাঁজা ধ্বংস করলো ইউপিডিএফ
মাটিরাঙ্গা প্রতিনিধি,সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৬নং মাটিরাঙ্গা ইউনিয়নের ওয়াচু এলাকা থেকে উদ্ধারকৃত ২ কেজি গাঁজা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে ইউপিডিএফ। গতকাল বুধবার (১৮ অক্টোবর) ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের কর্মীরা মাদকবিরোধী অভিযান চালিয়ে এই গাঁজাগুলো উদ্ধার করে।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর ২০২৩) সকাল ১০টায় স্থানীয় মুরুব্বীদের উপস্থিতিতে উক্ত উদ্ধারকৃত গাঁজাগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ইউপিডিএফ সংগঠক বরুণ চাকমা বলেন, সারাদেশের মতো পার্বত্য চট্টগ্রামেও নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক বিস্তার হচ্ছে। এতে প্রশাসনের অনেকেই জড়িত রয়েছে। প্রশাসনের নিরব ভূমিকা এবং অনেক পুলিশ সদস্য নেশাদ্রব্য সেবন ও পাচারে যুক্ত থাকায় পার্বত্য চট্টগ্রামে মাদক বিক্রি ও বিস্তার ঠেকানো কঠিন হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি গত ১৮ অক্টোবর রামগড় থানার সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবল ৭৪ বোতল ও তার আগে গত ১৪ অক্টোবর আশরাফুল হাসান তানভীর নামে রামগড় থানার আরেক কনস্টেবল ৯৩ বোতল ফেনসিডিলসহ আটক হওয়ার ঘটনা তুলে ধরেন।
তিনি আরও বলেন, পাহাড়ে শিক্ষার্থী ও যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে। যার ফলে শিক্ষার্থীরা বিপথে ধাবিত হচ্ছে। এতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে সমাজ ব্যবস্থা ধ্বংস হচ্ছে। তাই পাহাড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং শিক্ষা ও সমাজ ব্যবস্থা ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য মাদকের নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। এ জন্য সমাজের সকল সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।
তিনি মাদকের বিরুদ্ধে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলোর অভিযান ও প্রতিরোধ অব্যাহত থাকবে বলে জানান।
পরে উদ্ধারকৃত ২ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় ইউপিডিএফ সংগঠক বরুণ চাকমা ছাড়াও যুব ফোরামের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন