মাটিরাঙ্গায় এক কার্বারির বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!

0


মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএচইটি নিউজ

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

‎খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৯ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাপমারা এলাকায় নতুন পাড়া গ্রামের কার্বারি তক্র কুমার ত্রিপুরা (৬০), পিতা—মৃত আমেন্তর ত্রিপুরার বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে মাটিরাঙ্গা ব্যাঙমারা সেনা ক্যাম্প থেকে ২৫–৩০ জনের একদল সেনা সদস্য তক্র কুমার ত্রিপুরার বাড়িতে গিয়ে তল্লাশি চালায়।

‎তল্লাশিকালে সেনা সদস্যরা তক্র কুমার ত্রিপুরা ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে “ইউপিডিএফ সদস্যরা কোথায় থাকে, কোথায় খানা খায়, তাদেরকে খানা দেওয়া হয় কি না”—এমন বিভিন্ন প্রশ্ন করে বলে অভিযোগ উঠেছে।

‎প্রায় আধা ঘণ্টা তল্লাশি চালানোর পর বিকেল সাড়ে ৫টার দিকে সেনা সদস্যরা ক্যাম্পে ফিরে যায়। যাওয়ার আগে তারা ‘আবার আসবে’ বলে তক্র কুমার ত্রিপুরা ও তার পরিবারকে হুমকি দেয় বলে স্থানীয়রা জানান।

একজন গ্রাম কার্বারির বাড়িতে সেনা তল্লাশির ঘটনায় স্থানীয়রা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More