মাটিরাঙ্গায় এক পাহাড়ি স্কুলছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা, অভিযুক্ত সেটলারকে পুলিশে সোপর্দ
মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২ অক্টোবর ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাবুপাড়া এলাকায় ৭ম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি স্কুলছাত্রীকে যৌন হয়রানির চেষ্টাকালে এলাকাবাসী মো. নিজাম উদ্দিন নামে এক সেটলার বাঙালিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে।
আজ সোমবার (২ অক্টোবর ২০২৩) সকালে এ ঘটনা ঘটে।
যৌন হয়রানির চেষ্টাকারী মো. নিজাম উদ্দিন মাটিরাঙ্গা সদরের ২ নং ওয়ার্ডের নবীনগরের মো. গেদু মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার সময় ভুক্তভোগী স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। এ সময় মো. নিজাম উদ্দিন ওই ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে। এতে ওই ছাত্রী চিৎকার করলে এক টমটম চালক তা দেখে আশে-পাশের লোকজনকে জানায়। এরপর লোকজন ছুটে গিয়ে নিজাম উদ্দিনকে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট সোপর্দ করে।
পরে পুলিশ আটক নিজাম উদ্দিনকে মাটিরাঙ্গায় থানায় নেয়ার পর খাগড়াছড়িতে চালান দিয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন