মাটিরাঙ্গায় কল্পনা চাকমা’র অপহরণকারীদের দায়মুক্তির বিরুদ্ধে বিক্ষোভ, লে. ফেরদৌস গংদের প্রতীকী ফাঁসি

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১০ জুন ২০২৪
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ের নারী নেত্রী কল্পনা চাকমার অপহরণকারীদের দায়মুক্তি রায়ের বিরুদ্ধে দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং জনতার আদালতে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস, সালেহ আহম্মেদ ও নূরুল হক’কে প্রতীকি ফাঁসি প্রদান করা হয়েছে।
আজ সোমবার (১০ জুন ২০২৪) সকালে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও নারী আত্মরক্ষা কমিটি মাটিরাঙ্গা-গুইমারা উপজেলা শাখার যৌথ উদ্যোগে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
“অপহরণের ২৮ বছর: কল্পনা চাকমার সন্ধান চাই, অপরাধীদের সাজা দাও; দায় মুক্তির রায় মানি না, মানব না” এই ব্যানার শ্লোগানে সকাল ১০টায় মাটিরাঙ্গা উপজেলার অভ্যা এলাকায় সীমান্ত সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ধনীরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘রাষ্ট্রীয় আদালত ব্যর্থ, জনতাই অপরাধীদের সাজা দেবে’; অপহরণকারী লে, ফেরদৌস গংদের রেহাই নেই’ ইত্যাদি শ্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন ও বিভিন্ন শ্লোগান দেন।

মিছিল পরবর্তী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের গুইমারা উপজেলার সহসভাপতি রিমিলি চাকমার সভাপতিত্বে ও রাজু ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রনেতা নিকোল চাকমা এবং যুবনেতা লিটন ত্রিপুরা ও রনি ত্রিপুরা।
সমাবেশে বক্তারা বলেন, কল্পনা চাকমার অপহরণের ২৮ বছরে এসে রাঙামাটি আদালত কর্তৃক গত ২৩ এপ্রিল মামলা খারিজ করে দিয়ে চিহ্নিত অপহরণকারীদের দায়মুক্তি দিয়েছে। আমরা আদালতের এই রায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পক্ষপাতদুষ্ট রায় প্রত্যাখ্যান করছি।
তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণ কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস, ভিডিপি কমাণ্ডার সালেহ আহম্মেদ ও নুরুল হকের বিচার ও দৃষ্টান্তমূলক সাজা চায়। কিন্তু সরকার ও রাষ্ট্র অপহরণকারীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে। তাই পার্বত্য চট্টগ্রামের জনতার আদালত অপহরণকারীদের সাজা দেবে।
বক্তারা বান্দরবানে বম জাতিসত্তার ওপর অন্যায়-দমন পীড়নেরও প্রতিবাদ জানান।
সমাবেশে সভাপতি রিমিলি চাকমা বলেন, রাষ্ট্রীয় আদালত কর্তৃক কল্পনা চাকমার অপহরণকারীদের দায়মুক্তির প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছি। সরকার যেহেতু দীর্ঘ ২৮ বছরেও কল্পনা চাকমার সন্ধান দিতে পারেনি এবং অপহরণকারীদের বিচার ও সাজা না দিয়ে উল্টো মামলা খারিজ করে দিয়ে অপরাধীদের দায়মুক্তি দিয়েছে সেহেতু আজকে জনতার আদালতের রায়ে চিহ্নিত অপহরণকারীদের প্রতীকী ফাঁসি দেওয়া হবে।
পরে সমাবেশে উপস্থিত জনতা কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী ও জনতার আদালতে ফাঁসি দণ্ডাদেশপ্রাপ্ত লে. ফেরদৌস, ভিডিপি কমাণ্ডার সালেহ আহম্মেদ ও ভিডিপি সদস্য নুরুল হকের কুশপুত্তলিকা রশিতে ঝুলিয়ে প্রতীকী ফাঁসি কার্যকর করেন।
ফাঁসি কার্যকরের পর অপরাধীদের কুশপুত্তলিকাগুলো সীমান্ত সড়কের তিন রাস্তার মোড়ে একটি বড় আম গাছে রশিতে ঝুলিয়ে রাখা হয়।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।