মাটিরাঙ্গার অভ্যা এলাকায় ছড়া পারাপারের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৭ জুলাই ২০২৫
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার অভ্যা এলাকায় ইউপিডিএফের স্থানীয় নেতা-কর্মীদের উদ্যোগে এলাকার জনসাধারণ ও শিক্ষার্থীদের বর্ষা মৌসুমে ছড়া পারাপারের সুবিধার্থে দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।
আজ সোমবার (৭ জুলাই ২০২৫) হাজাছড়া নামক ছড়ার ওপর সাঁকোটি নির্মাণ করা হয়। এতে স্থানীয় ছাত্র-যুবকরাও অংশগ্রহণ করেন।
স্থানীয় মুরুব্বী জুরি চন্দ্র ত্রিপুরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাঁশের সাঁকোটি নির্মাণের ফলে এলাকার স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের আর দূর্ভোগ পোহাতে হবে না।
এ বিষয়ে ইউপিডিএফের মাটিরাঙ্গা-গুইমারা ইউনিটের সমন্বয়ক ঝিমিত চাকমা বলেন, মূলত পার্টির স্থানীয় কর্মীরা বর্ষা মৌসুমে এলাকার জনসাধারণ ও শিক্ষার্থীদের ছড়া পারাপারের অসুবিধা দূর করতে বাঁশের সাঁকোটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন। তারা স্থানীয় ছাত্র-যুবকদের নিয়েই এটি নির্মাণ করেছেন। ভবিষ্যতেও এধরনের জনসেবামূলক কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।