মাটিরাঙ্গার তবলছড়িতে পাহাড়িদের জুম ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ
পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৩ জুন ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের লাইফু কার্বারি পাড়ায় সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের জুম ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩ জুন ২০২৩) বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে।
মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সভঅপতি এস মঙ্গল চাকমার সভাপতিত্বে ও পিসিপি’র পানছড়ি থানা শাখার সভাপতি সুনীল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ-এর সংগঠক ঝিমিত চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিণীতা চাকমা ও পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৃষ্ণাঙ্কর চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়িদের উচ্ছেদের লক্ষ্যে শাসকগোষ্ঠি পরিকল্পিতভাবে সেটলার বাঙালিদের লেলিয়ে দিচ্ছে। গত ১ জুন রাতে মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের লাইফু কার্বারি পাড়ায় ৭ পাহাড়ি জুমচাষীর জুম ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও তারই অংশ। সেখানকার পাহাড়িদের উচ্ছেদ করে ভূমি দখল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা সংঘটিত করা হয়েছে।
বক্তারা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে পাহাড়িদের উপর অত্যাচার, নিপীড়ন অব্যাহত রয়েছে উল্লেখ করে বলেন, নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর পাকিস্তানিদের কাছ থেকে এই দেশ স্বাধীন হলেও এদেশের শাসকগোষ্ঠি ও সরকারগুলো পাকিস্তানীদের ন্যায় পাহাড়িদের উপর শোষণ-নির্যাতন চালাচ্ছে। আশি দশকের গোড়ার দিকে চার লক্ষাধিক সেটলার বাঙালিকে অনুপ্রবেশ করিয়ে পাহাড়িদের হাজার হাজার একর জায়গা জমি বেদখল করা হয়েছে এবং এ বেদখল প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। স্বাধীনতার দীর্ঘ ৫০ বছরের অধিক সময় ধরে শাসকগোষ্ঠি পার্বত্য চট্টগ্রামে গণহত্যা, হামলা, বিনা বিচারে হত্যা, অন্যায় ধরপাকড়, ভূমি বেদখল-উচ্ছেদের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রেখেছে।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল ও শাসকগোষ্ঠির অন্যায়-অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র-যুব-নারী সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। তারা বলেন ভূমি ও অস্তিত্ব রক্ষার জন্য আমাদের গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশ থেকে বক্তারা তবলছড়ির লাইফু কার্বারি পাড়ায় পাহাড়িদের জুমঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িত সেটলারদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ ও নিরাপত্তা বিধানের দাবি জনানা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন