মাটিরাঙ্গার তাইন্দংয়ে সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় এক ইউপিডিএফ সদস্য নিহত, এক নারী আহত

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৯ মার্চ ২০২৫
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হেডম্যান পাড়া এলাকায় জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় এক ইউপিডিএফ সদস্য নিহত ও এক নারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ বুধবার (১৯ মার্চ ২০২৫) সকালে এ হামলার ঘটনা ঘটে।
নিহত ইউপিডিএফ সদস্যের নাম সুবি ত্রিপুরা (৩৫), পিতা- বাসনা ত্রিপুরা, গ্রাম- হেডম্যান পাড়া (মায়া পাড়া), তাইন্দং ইউপি, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি।
আর আহত নারীর নাম তারাবতী ত্রিপুরা (২০)। তিনি নিহত সুবি ত্রিপুরার ছোট বোন। তার স্বামীর নাম ধন ত্রিপুরা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার সময় শক্তি ত্রিপুরা ও কম্বল ত্রিপুরার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের ১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী হেডম্যান পাড়ায় হানা দিয়ে সেখানে সাংগঠনিক কাজে অবস্থানরত ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরা নিহত হন। এছাড়া সন্ত্রাসীদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাবতী ত্রিপুরা মাথায় (কপালে) আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছেন।

সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গুলিতে জখম হওয়া তারাবতী ত্রিপুরা।
হামলায় নেতৃত্বদানকারী শক্তি ত্রিপুরা ও কম্বল ত্রিপুরাও একই হেডম্যান পাড়ার বাসিন্দা। এর মধ্যে শক্তি ত্রিপুরার পিতার নাম লাল মোহন ত্রিপুরা ও কম্বল ত্রিপুরার পিতার নাম প্রফুল্ল কুমার ত্রিপুরা (সাবেক কার্বারি)। তারা বছর দেড়েক আগে জেএসএস (সন্তু)-এর সশস্ত্র গ্রুপে যোগ দিয়েছিলেন বলে স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন।
সন্ত্রাসীরা পানছড়ির রূপসেন পাড়া এলাকা থেকে রাতে নো ম্যানস ল্যান্ড হয়ে হেডম্যান পাড়ায় এসে ওঁৎ পেতে থেকে এ হামলা চালায় বলে খবর পাওয়া গেছে।
হামলার পর সন্ত্রাসীরা তাইন্দংয়ের ভগবান টিলা হয়ে ভারত সীমান্তবর্তী নো ম্যানস ল্যান্ডের দিকে চলে যায় বলে এলাকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।