মাটিরাঙ্গার বর্ণাল ইউনিয়নে পিসিপি কমিটি গঠিত
সিএইচটিনিউজ.কম
মাটিরাঙ্গা: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর কমিটি গঠিত হয়েছে। শুক্রবার(২৩ জানুয়ারি) সকাল ১১টায় এক ঘরোয়া সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয় বলে পিসিপি মাটিরাঙ্গা থানা শাখা থেকে জানানো হয়েছে।
সভায় পিসিপি মাটিরাঙ্গা উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক নেপাল ত্রিপুরা, পিসিপি গুইমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক উষাঅং মারমা, পিসিপি মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ শাখার সাধারণ সম্পাদক সুনীল চাকমা বক্তব্য রাখেন।
পরে রিপ্রুচাই মারমাকে আহবায়ক ও ম্রাসাই মারমাকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
—————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।