মাটিরাঙ্গায় এক পাহাড়ি যুবক আটক
সিএইচটিনিউজ.কম
মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি বাজার হতে বেলছড়ি ইউনিয়নের রেবতী কার্বারী পাড়ার চন্ডি ত্রিপুরার ছেলে শত রঞ্জন ত্রিপুরা(২৭) নামে এক যুবককে আটকের পর মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
স্থানীয় সূত্র জানায়, গতকাল ১৭ মে শনিবার সন্ধ্যা ৭টার দিকে শত রঞ্জন ত্রিপুরা গোমতি বাজারে যান। পরে সেটলার বাঙালিরা কোন কারণ ছাড়াই তাকে ধরে মারধর করতে থাকলে স্থানীয় পলাশপুর জোনের টহলরত বিজিবি সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় সেটলাররা বিজিবি সদস্যদের কাছ থেকে শত রঞ্জন ত্রিপুরাকে ছিনিয়ে নিতে চাইলে বিজিবি সদস্যরা সেটলারদের উপর লাঠিপেটা করেছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এরপর খবর পেয়ে মাটিরাঙ্গা সেনা জোন হতে একদল সেনা সদস্য গোমতি বাজারে গিয়ে বিজিবি’র কাছ থেকে শতরঞ্জন ত্রিপুরাকে তাদের হেফাজতে নিয়ে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে। তবে তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে তা জানা যায়নি।
এদিকে, এ ঘটনার পর রাত সাড়ে ৭টার দিকে গোমতি বাজার সহ আশে-পাশের এলাকার সেটলাররা হৈ চৈ শুরু করে। সন্ত্রাসী এসেছে বলে মাইকে ডাকাডাকি করতে থাকে। রাত প্রায় সাড়ে ৯টা পর্যন্ত তারা এ কান্ড ঘটায়। এ সময় আশে-পাশের পাহাড়িদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
অপরদিকে, গোমতি এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির অজুহাত দেখিয়ে সেনাবাহিনী ও প্রশাসন আজ রবিবার মাটিরাঙ্গা উপজেলা সদরে পিসিপি ও গণতান্ত্রিক যুব ফেরামের উদ্যোগে যুব ফোরাম নেতা পঞ্চসেন ত্রিপুরার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা আয়োজনে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
————————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।