মাটিরাঙ্গায় সেটলার কর্তৃক এক পাহাড়ি মহিলা ইউপি সদস্যকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
মাটিরাঙ্গা: থাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের এক পাহাড়ি মহিলা সদস্যকে সেটলার কর্তৃক ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়, গতকাল ২৩ ডিসেম্বর সন্ধ্যার সময় ঐ মহিলা সদস্য অফিসের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তাইন্দং বাজারের দক্ষিণে কবরস্থানের পাশে এসে পৌঁছলে নোয়া পাড়া গ্রামের হারুন মাষ্টারের ছেলে মনির হোসেন (৩০) একা পেয়ে তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় সে চিৎকার দিলে আশে-পাশের লোকজন ছুটে এলে মনির হোসেন পালিয়ে যায়।