মাটিরাঙ্গায় সেনাবাহিনী কর্তৃক এক পাড়া প্রধানকে অস্ত্র গুঁজে দিয়ে সন্ত্রাসী হিসেবে ফাঁসানোর চেষ্টা
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
মাটিরাঙ্গা : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদরের কান্ত কার্বারী পাড়ায় পাড়া প্রধান(কার্বারী) যুদ্ধমনি চাকমাকে(৪০) অস্ত্র গুঁজে দিয়ে সন্ত্রাসী হিসেবে ফাঁসানোর চেষ্টা চালিয়েছে সেনাবাহিনী। গতকাল ২৮ জানুয়ারি সোমবার এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ঘটনার দিন রাত আনুমানিক ১১টার সময় মাটিরাঙ্গা সেনাজোন থেকে ১৫/২০ জনের একটি সেনাদল কান্ত কার্বারী পাড়ায় যায়। সেখানে গিয়ে সেনারা পাড়া প্রধান(কার্বারী) যুদ্ধমনি চাকমার বাড়িতে গিয়ে জানালার ফাঁক দিয়ে কাপড় মোড়ানো বন্দুক সদৃশ লোহার তৈরি একটি জিনিস রেখে দেয়। এরপর সেনারা সবাইকে বাড়ির বাইরে বের করে দিয়ে বাড়িতে ঢুকে পড়ে এবং পেয়েছি পেয়েছি বলে চিৎকার দেয়। এ সময় যুদ্ধমনি চাকমা চ্যালেঞ্জ করলে সেনাদের পরিকল্পনা ভেস্তে যায়। পরে সেনারা যুদ্ধমনি চাকমার বিরুদ্ধে সন্ত্রাসীদের সহযোগিতা কর, আশ্রয় প্রশ্রয় দাও ইত্যাদি অভিযোগ করে। এতেও যুক্তিতর্কে কুলিয়ে উঠতে না পেরে সেনারা কাপড়ে মোড়ানো জিনিসটি নিয়ে ক্যাম্পে ফিরে যায়।
উল্লেখ্য, মাটিরাঙ্গা উপজেলায় বিভিন্ন সময় সেনারা অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে বিনা অপহরাধে নিরীহ লোকজনকে আটক, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। যুদ্ধমনি চাকমাকে ফাঁসানোর চেষ্টার ঘটনার মাধ্যমে এটা আরো পরিষ্কার হয়ে গেছে।#