মাটিরাঙ্গা ও গুইমারায় সেনা তৎপরতা বৃদ্ধি, জনমনে আতঙ্ক

গুইমারা প্রতিনিধি।। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা এলাকায় ব্যাপক সেনা তৎপরতার খবর পাওয়া গেছে। ফলে এলাকার জনমনে দেখা দিয়েছে চাপা আতঙ্ক।
জানা গেছে, গুইমারা রিজিয়ন ও মাটিরাঙ্গা সেনাজোন একযোগে গত ১৪ ফেব্রুয়ারি ২০২২ হতে অবিরামভাবে বিভিন্ন জায়গায় সেনা টহল জোরদার করে। ১৬ ফেব্রুয়ারি সেনা সদস্যরা গুইমারার সাইংগুলি পাড়া ও বড়ইতলী নামক জায়গায় ড্রোন ব্যবহার করে ছবি ও ভিডিও ধারণ করে নিয়ে যায় বলে স্থানীয় এলাকাবাসী জানান।
মাটিরাঙ্গা ও গুইমারার বিভিন্ন এলাকায় ৪০০ সেনা সদস্যকে মোতায়েন করা হবে বলে একটি বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে। এর মধ্যে গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) থেকে কুকিছড়া ও নাক্রাই নামক জায়গায় শতাধিক সেনা সদস্য অবস্থান নিয়েছে। তারা কুকিছড়া স্কুলে ও নাক্রাই এলাকায় তাঁবু খাটিয়ে অবস্থান করছে। সেনারা লোকজনের কাছ থেকে তাদের এলাকায় ‘অস্ত্রধারী সন্ত্রাসী” আসে কিনা জানতে চাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ রিপোর্ট লেখার সময় আরো কয়েকটি স্থানে সেনাবাহিনী প্রবেশ করছে-এমন খবর পাওয়া গেছে।
এদিকে, সেনাবাহিনীর এমন তৎপরতা বৃদ্ধিতে এলাকার জনমনে চাপা আতঙ্ক বিরাজ করছে। কথিত ‘সন্ত্রাসী’ খোঁজার নামে সাধারণ লোকজন নানা হয়রানি-নিপীড়নের শিকার হতে পারে বলে এলাকার জনগণ আশঙ্কা প্রকাশ করছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন