মানিকছড়িতে এক পাহাড়ি যুবকের ওপর সেনাবাহিনীর গুলিবর্ষণ!

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৯ জুলাই ২০২৫
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মনাডং পাড়া এলাকায় এক পাহাড়ি যুবকের ওপর সেনাবাহিনী গুলি বর্ষণ করার খবর পাওয়া গেছে। তবে তিনি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
আজ শনিবার (১৯ জুলাই ২০২৫) সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম চাইহ্লাউ মার্মা (৩০), পিতা- আপ্প্যেয়া মারমা, গ্রাম- উত্তর হাফছড়ি, গুইমারা উপজেলা, খাগড়াছড়ি।
জানা যায়, আজ সকাল ৭টার দিকে বাড়ি থেকে কাজের জন্য মনাডং পাড়া নামক স্থানে গেলে সেখানে আগে থেকে অবস্থান করা মানিকছড়ি সাবজোনের সেনা সদস্যরা তাকে লক্ষ্য করে অতর্কিতে গুলিবর্ষণ করে। তবে তিনি কোন রকমে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
এ রিপোর্ট লেখার পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আর বিস্তারিত জানা যায়নি।
এদিকে, সেনাবাহিনীর এমন ন্যাক্কারজনক হামলার জন্য এলাকাবাসী নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।