মানিকছড়িতে এক যুবককে হত্যা

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৮ জুন ২০২৫
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনয়নের ভোলাছোলায় এক যুবককে হত্যার খবর পাওয়া গেছে। তবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার হাতের ট্যাটুতে `BIJOY’ লেখা রয়েছে। গলায় গুলির ক্ষতচিহ্ন ও রক্তাক্ত অবস্থায় লাশটি পড়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের তথ্য মতে, সেনা মদদপুষ্ট নব্যমুখোশ দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি সূত্র জানিয়েছে, আজ রবিবার (৮ জুন ২০২৫) ভোররাতের দিকে (আনুমানিক রাত ২টা) মুখোশদের আস্তানা বটতলী পাড়া থেকে মোটর সাইকেলে করে ওই যুবককে ভোলাছোলা গ্রামে নিয়ে আসা হয়। এরপর মুখোশ সর্দার রবিন চাকমা, রমজান আলী ও মো. ইয়াসিন ওই যুবককে হত্যা করে। এ সময় তারা নিরাপত্তার জন্য মোটর সাইকেল চালক মো. কালুকে রাস্তায় রাখে।
হত্যার পর দুর্বৃত্তরা ওই যুবকের লাশটি সেখানে ফেলে রেখে তাদের আস্তানায় চলে যায়।
রাতে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি। যুবকটির পরিচয়ও স্থানীয়রা নিশ্চিত করতে পারেননি। তবে ত্রিপুরা সম্প্রদায়ের যুবক বলে তারা ধারণা করছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।