মানিকছড়িতে ছাত্র-জনতার অবরোধে সেনাবাহিনীর হামলা ও দুই ব্যক্তিকে মারধরের অভিযোগ

0

অবরোধের দ্বিতীয় দিনে মানিকছড়িতে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালায় পিকেটাররা।

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সেনা-সেটলার কর্তৃক পাহাড়িদের ওপর সেনা- সাম্প্রদায়িক হামলা, খুন-জখম, দোকান-ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও বৌদ্ধ বিহার ভাঙচুরের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা ৭২ ঘন্টা অবরোধের আজ (২২ সেপ্টেম্বর ২০২৪) দ্বিতীয় দিন চলছে।

খাগড়াছড়ির মানিকছড়িতে ছাত্র-জনতার অবরোধ পালনকালে সেনাবাহিনীর বাধা প্রদান ও হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় সেনারা দোকানে থাকা নিরীহ দুই নিরীহ ব্যক্তিকে মারধর করে।  

জানা যায়, আজ সকাল ৬টা থেকে মানিকছড়ি উপজেলা সদরের ধর্মঘর, জামতলা, গবমারা, হাপছড়ি, কালাপানি এলাকায় ছাত্র-জনতা সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ শুরু করেন। অবরোধ পালনকালে মানিকছড়ি আর্মি ক্যাম্প থেকে একদল সেনা সদস্য এসে অবরোধকারীদের বাধা দেয় ও লাঠিচার্জ করে। এ সময় সেনারা দোকানে থাকা দুইজন নিরীহ লোককেও মারধরে করে। 

সেনাদের মারধরের শিকার হওয়া দু’জন হলেন- হ্লাচেউ মারমা (২৬), পিতা- মিতুশে মারমা , সিন্দুকছড়ি, গুইমারা ও তার ভাই হ্লাচাই মারমা (২৩)। তারা তিনটহরী বাজার থেকে মালামাল বিক্রি করে এসে সেখানে দোকানে নাস্তা করছিলেন। 

মানিকছড়িতে সেনাবাহিনীর মারধরের শিকার হওয়া একজন।

ছাত্র নেতা অংহ্লাচিং মারমা সেনাবাহিনীর এ হামলার নিন্দা জানিয়ে বলেন,পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ওপর একের পর এক সাম্প্রদায়িক হামলা হয়েছে, ঘরবাড়ি-দোকানপাট জ্বালিয়ে দেয়া হয়েছে, বৌদ্ধ বিহার ভাঙচুর করা হয়েছে, গুলি করে, পিটিয়ে ৪ জনকে হত্যা করা হয়েছে এবং অসংখ্যা পাহাড়িকে আহত-জখম করা হয়েছে। সেনাবাহিনী এসব ঘটনায় প্রত্যক্ষ-পরোক্ষভাবে জাড়িত রয়েছে। আজকে ছাত্র-জনতার শান্তিপূর্ণ অবরোধে হামলা-লাঠিচার্জ তারই প্রমাণ দেয়।

তিনি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সেনা হামলার প্রতিবাদে আজ মশাল মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং সকল ছাত্র-জনতাকে এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More