মানিকছড়িতে ছাত্র-জনতার মশাল মিছিল

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
সম্প্রতি সেনা-সেটলার হামলায় খাগড়াছড়ির স্বনির্ভর, দীঘিনালা ও রাঙামাটিতে শিক্ষার্থীসহ ৪ জনকে হত্যা এবং শান্তিপূর্ণ অবরোধে সেনাবাহিনীর বাধাদান ও দুই গ্রামবাসীকে মারধরের প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যায় মশাল মিছিলটি মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রি কলেজ সামনে থেকে শুরু করে ধর্মঘর এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষে আবারও কলেজে গিয়ে শেষ হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুজন ত্রিপুরা, আথুই মারমা, অংসাহ্লা মারমা, আনু মারমা প্রমুখ।

বক্তারা বলেন, পাহাড়ের ছাত্ররা রাজপথে প্রতিবাদ করতে শিখেছে, হামলা, খুন করে আন্দোলন দমিয়ে রাখা যাাবে না।
তারা পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত সেটলার ও সেনা কর্মকর্তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।