মানিকছড়িতে নব্যমুখোশ কর্তৃক এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে সেনাবাহিনীর নিকট হস্তান্তর
মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৩ এপ্রিল ২০২৩

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কুমারী পাড়া থেকে সেনাসৃষ্ট নব্যমুখোশ দুর্বৃত্তরা এক ব্যক্তিকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করেছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল রবিবার (২ এপ্রিল ২০২৩) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যক্তির নাম আরেশি মারমা (৫৫), পিতা-মৃত লাব্রেচাই মারমা, গ্রাম-কুমারী পাড়া, তিনটহরী ইউপি, মানিকছড়ি। তিনি পাড়ার একজন মুরুব্বী। এছাড়া তিনি কুমারী এলাকায় বিভিন্ন কোম্পানির আলুক্ষেত, আম বাগান, চা বাগানের মাঝি হিসেবে কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ১:০০টার সময় ‘রবিন’ নামের এক মুখোশ দুর্বৃত্তের নেতৃত্বে ২ জন বাঙালিসহ ৪ জন সশস্ত্র মুখোশ সদস্য কুমারী পাড়ায় এসে আরেশি মারমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় মুখোশরা অস্ত্রসহ সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় ছিল। পরে রাত ২টার সময় মুখোশরা আরেশি মারমাকে রাঙাপানি পাড়ায় নিয়ে এসে নিজেদের কাছে থাকা অস্ত্র গুজে দিয়ে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করে।
পরে সেনাবাহিনী তাকে মানিকছড়ি থানা পুলিশের নিকট সোপর্দ করে। এরপর আজ সোমবার সকালে থানা থেকে আরেশি মারমাকে খাগড়াছড়িতে চালান দেওয়া হয় বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন