মানিকছড়িতে পার্বত্য চট্টগ্রামে পাক আগ্রাসন দিবস পালন

মানিকছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির মানিকছড়িতে পার্বত্য চট্টগ্রামে পাক (পাকিস্তান) আগ্রাসন দিবস পালন করা হয়েছে।
আজ ২০ আগস্ট ২০২১, শুক্রবার পাক আগ্রাসনের ৭৪ বছর উপলক্ষে ‘পার্বত্য চট্টগ্রাম ইতিহাস অনুসন্ধান ব্যুরো’ এর ব্যানারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
“ ’৪৭-এ ক্ষমতা হস্তান্তর পার্বত্য চট্টগ্রামের উপর অবিচার” এই শ্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপিডিএফের মানিকছড়ি উপজেলা সমন্বয়ক ক্যহ্লাচিং মারমা।
অংসাহ্লা মারমার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক শুভ চাক, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক নিকেল চাকমা, মানিকছড়ি উপজেলা সভাপতি অংহ্লাচি মারমা ও এলাকার প্রতিনিধি বাবু মারমা।

বক্তারা বলেন, ১৯৪৭ সালের ২০ আগস্ট পাকিস্তান সশস্ত্র আগ্রাসন চালিয়ে যেভাবে পার্বত্য চট্টগ্রামে শাসন-শোষণ কায়েম করেছে তা এখনো অব্যাহত রয়েছে। বর্তমান বাংলাদেশের শাসকগোষ্ঠী নব্য পাক হানাদার বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়ে পাহাড়িদের উপর নিপীড়ন-নির্যাতন, খুন, গুম, ভূমি বেদখল-উচ্ছেদ চালিয়ে যাচ্ছে।
বক্তারা আরো বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা চাইলে পার্বত্য চট্টগ্রামকে একটি স্বতন্ত্র রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়ে যেতে পারতো। কিন্তু তারা তা না করে অপকৌশল প্রয়োগ করে পার্বত্য চট্টগ্রামকে মুসলিম অধ্যুষিত পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত করে দেয়। এটা ছিল পাহাড়িদের উপর ব্রিটিশ শাসকদের অবিচার।
বক্তারা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পার্বত্য চট্টগ্রামে চলমান দমন-পীড়ন ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নিপীড়িত জনগণের প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।