মানিকছড়িতে বিষ দিয়ে পাকাচ্ছে কাঁঠাল !
খোঁজ নিয়ে জানা গেছে, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পাহাড়গুলোতে কৃষকরা অবাধে কাঁঠালের বাগান সৃজন পূর্বক কোটি টাকা আয় রোজগার করে বেঁচে আছে। প্রতিবছর এ অঞ্চলের পাহাড়ে রসালো কাঁঠালের বাম্পার ফলন হয়ে থাকে। পাহাড়ের মাটি উর্বর হওয়ার কারণেই প্রতিটি বাগানে প্রচুর ফলন হয়। এসব উৎপাদিত ফল অন্যান্য এলাকার চেয়ে সুস্বাদু ও রসালো হওয়ায় সমতল জেলাগুলোতে এর কদর অনেক বেশি।
এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট প্রতিদিন উপজেলার হাতিমুড়া গচ্ছাবিল, বাটনাতলী, ডাইনছড়ি, মানিকছড়ি, তিনটহরীসহ প্রতিটি গ্রামের বাগানগুলোতে গিয়ে কাঁঠাল কিনে আনে। সারাদিন ক্রয় করা কাঁঠাল নির্দ্দিষ্ট গুদামে স্তুপ দিয়ে রাতের আঁধারে তাতে কার্বাইড, ফরমালিন ও হরমন জাতীয় বায়েনিনপা, প্লানোফিক্স ওষধ ঢুকানো হয়। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। পাঞ্জারাম পাড়ার সফল বাগান মালিক আবদুস ছালাম এ প্রতিবেদকে জানান, যে কোন ব্যক্তি যদি মনোযোগ দিয়ে ফলজ বাগান করে তাহলে জীবনে তাঁর সংসারে অভাব থাকবে না।