মানিকছড়িতে বৈসাবি র্যালি অনুষ্ঠিত

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
“আসুন, উৎসবে একাত্ম হই, ঐতিহ্যের শক্তিতে বলীয়ান হয়ে স্ব স্ব জাতিসত্তার পরিচিত তুলে ধরি” শ্লোগানে খাগড়াছড়ির মানিকছড়িতে বৈসাবি (বৈসু, সাংগ্রাই, বিঝু…) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে শিশু-কিশোর অগ্রণী কেন্দ্র, সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটি, মনিকছড়ি সচেতন এলাকাবাসী স্ব স্ব ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।

এতে “ভাতৃঘাতি সংঘাত বন্ধ করো, জাতীয় ঐক্য-সংহতি-সম্প্রীতি জোরদার করো, ভাইয়ে ভাইয়ে হানাহানি বন্ধ কর, বৈসাবির চেতনায় ঐক্য গড়ে তুলুন” আহ্বান সম্বলিতে ফেস্টুন-প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
আজ রবিবার (১৩ এপ্রিল ২০২৫) সকাল ১০টায় র্যালিটি মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ এলাকা (আমতলা) প্রদক্ষিণ করে ধর্মঘর বটতলায় মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে এলাকার নারী-পুরুষ, যুবক-যুবতী, শিক্ষার্থী, কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন।


সভায় এলাকার সচেতন যুবক আথোয়াই মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক মেম্বার সুদুঅং মারমা, নারী সমাজের প্রতিনিধি ম্রাসেনু মারমা ও ছাত্র সমাজের প্রতিনিধি অংহ্লাচিং মারমা প্রমুখ।
বক্তারা উৎসবের তাৎর্য তুলে ধরেন এবং সবাইকে উৎসবে একাত্ম হয়ে ঐক্য সংহতি জোরদার করা এবং ঐতিহ্য-সংস্কৃতির মাধ্যমে স্ব স্ব জাতিসত্তার পরিচয় তুলে ধরার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সংক্ষিপ্ত আকারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।