মানিকছড়িতে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির সমর্থনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৪) সকাল সাড়ে ১১টায় দমন-পীড়নের বিরুদ্ধে পাহাড়ের ছাত্র-যুব-নারী সমাজ’র ব্যানারে মানিকছড়ি গিরিমৈত্রী ডিগ্রী কলেজ গেইট থেকে ‘শহীদী মার্চ’ কর্মসূচি শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় কলেজ গেইটে এসে শেষ হয়।

’শহীদী মার্চ’ কর্মসূচির ব্যানার শ্লোগান ছিল ‘ফ্যাসিস্ট হাসিনাকে হাটিয়েছি, পাহাড়ে তার চেলাচামুণ্ডাদের দৌরাত্ম্য বরখাস্ত করব না’।
কর্মসূচিতে উপজেলার ৪ শতাধিক শিক্ষার্থী-যুবক অংশগ্রহণ করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।