মানিকছড়িতে সেটলার কর্তৃক এক পাহাড়ি নারীকে দলবদ্ধ ধর্ষণ!
মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

খাগড়াছড়ির মানিকছড়িতে ৩ জন সেটলার বাঙালি কর্তৃক এক পাহাড়ি নারীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার (২৫ অক্টোবর ২০২৩) দুপুরে মানিকছড়ির গচ্ছাবিল এলাকার লিচু বাগান নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম ওই নারী চট্টগ্রামে একটি ফ্যাক্টরিতে চাকরি করেন। তার বাড়ি মানিকছড়ির চক্কিবিল গ্রামে। গতকাল দুপুর ১:৩০টার সময় তিনি চট্টগাম থেকে বাড়ি ফিরছিলেন। মানিকড়ির গচ্ছাবিল বাজারে বাস থেকে নেমে রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে যাওয়ার সময় লিচু বাগান নামক স্থানে পৌঁছলে ৩ জন সেটলার যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর বেলা আড়াই টার সময় ধর্ষকরা তাকে ছেড়ে দেয়।
এ ঘটনায় ভিকটিম নারীর পিতা বাদী হয়ে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মানিকছড়ি থানায় মামলা দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষণে জড়িত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
এদিকে মেডিকেল চেকআপের জন্য ভিকটিমকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন