মানিকছড়ি ও লংগদুতে পাহাড়ি নারীর ওপর যৌন নিপীড়নের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

0

চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

খাগড়াছড়ির মানিকছড়িতে সেটেলার কর্তৃক এক মারমা নারীকে গণধর্ষণ ও লংগদুতে স্কুল পড়ুয়া পাহাড়ি ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ও ধর্ষকদের অতিদ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশে করেছে হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ।

আজ শুক্রবার (২৭ অক্টোবর ২০২৩) বিকালে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী জেসী চাকমার সভাপতিত্বে ও নগর পিসিপি সাধারণ সম্পাদক অমিত চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ চবি শাখার সভাপতি সুদেব চাকমা। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র জোটের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক আবিদ ইসলাম। এছাড়াও উপস্থিত থেকে সংহতি জানান মারমা যুব সংঘের চট্টগ্রাম মহানগর নেতা ক্যজরী মারমা।

সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে সেনা-সেটেলার কর্তৃক অব্যাহত নারী ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা দেশে নারী নির্যাতন আইন থাকার পরও আইনের সঠিক ব্যবহার না হওয়া, প্রশাসনের নির্লিপ্ততা ও বিচারহীনতার সংস্কৃতিই দেশে নারী নিপীড়নের ঘটনা বৃদ্ধির জন্য দায়ী বলে মন্তব্য করেন।

বক্তারা আরো বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে পার্বত্য চট্টগ্রামে সামরিক শাসন জারি, রাজনৈতিক উদ্দেশ্য সেটেলার বাঙালি পুনর্বাসনের কারণে পাহাড়ে নারী ধর্ষণ ও নির্যাতনের হার অধিক বেশি। শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে জাতিগত নির্যাতনের অংশ হিসেবে, ভয়ের সংস্কৃতি গড়ে তোলার জন্য জাতির সংবেদনশীল অংশ নারীর উপর বারবার আঘাত হানা হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।

সমাবেশ থেকে বক্তারা অতিদ্রুত খাগড়াছড়ির মানিকছড়িতে গণধর্ষণে জড়িত ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং লংগদুতে ধর্ষণ চেষ্টার সাথে জড়িত চিহ্নিত অপরাধীকে আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান।

সমাবেশ শেষে চেরাগী পাহাড় মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর আন্দরকিল্লা প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার সময় মানিকছড়িতে রাস্তা থেকে তুলে নিয়ে এক মারমা নারীকে ৩ জন সেটলার কর্তৃক গণধর্ষণ ও লংগদুতে নিজ বাড়িতে নবম শ্রেণীতে পড়ুয়া এক চাকমা কিশোরীকে মো. মাসুম নামে এক সেটেলার কর্তৃক ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More