মানিকছড়ি সীমান্তে পাহাড়ি গ্রামে ঠ্যাঙাড়েদের অপকর্মে জনগণ অতিষ্ঠ

0


স্থানীয় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ির মানিকছড়ি-ফটিকছড়ি সীমান্তের কাঞ্চননগর ইউনিয়নভুক্ত পাহাড়ি গ্রামগুলোতে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে ‘মোত্তালেব’ বাহিনীর সন্ত্রাসীদের অপকর্মে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। সেনাবাহিনীর ছত্রছায়ায় সন্ত্রাসীরা খুন, অপহরণ, চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ এমন কোন হীন কাজ নেই করছে না।

গতকাল শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) দিবাগত মধ্যরাত ১২টার সময় মো. ইবু রহমান (২২), পিতা- অনু রহমান নামে এক ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কাঞ্চননগর ইউনিয়নভুক্ত চাইল্যাচর গ্রামে উহ্লাচাই মারমার বাড়িতে প্রবেশ করে একটি ছাগল চুরি করে নেয়ার সময় গ্রামবাসীরা তাকে ধাওয়া করে। তবে সে পালিয়ে যেতে সক্ষম হয়।

চাইল্যাচরসহ আশে-পাশের এলাকার জনগণের অভিযোগ, ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা একদিকে অস্ত্রের মুখে চাঁদা দিতে বাধ্য করে, অন্যদিকে চুরি, ডাকাতি, খুন, অপহরণসহ নানা অপকর্ম সংঘটিত করছে। এখন তাদের কারণে গরু, ছাগল, হাস, মুরগীও পালন করা যাচ্ছে না।

সন্ত্রাসীদের এমন অপকর্মে এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। তবে সন্ত্রাসীদের হাতে অস্ত্র থাকায় জনগণ আতঙ্কে থাকতে বাধ্য হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে লক্ষীছড়ি সেনা জোনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা মানিকছড়ি-ফটিকছড়ি সীমান্তবর্তী এলাকাসহ মানিকছড়ির বিভিন্ন স্থানে সশস্ত্র কর্মকাণ্ড চালিয়ে খুন, অপহরণ, চাঁদাবাজি, চুরি-ডাকাতিসহ নানা অপরাধ কর্ম সংঘটিত করছে।

সম্প্রতি তাদের অপতৎপরতা আরো বৃদ্ধি পেয়েছে। রামগড় এলাকায়ও তারা সশস্ত্র তৎপরতার বিস্তার ঘটিয়েছে।

বর্তমানে তাদের সাথে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পলাতক  স্থানীয় নেতা-কর্মীরাও যোগ দিয়েছে বলে অভিযোগ রয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More