মানিকছড়িতে পাহাড়ি স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
মানিকছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বুদং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়ুয়া ১২ বছর বয়সী এক পাহাড়ি (ত্রিপুরা) স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (১৮ মার্চ) ঘটনাটি ঘটেছে বলে অভিযোগে জানা যায়।
উক্ত ঘটনায় সোমবার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে বাটনাতলী ইউনিয়নের মুসলিম পাড়ার মোঃ হাসান(২২) পিতা- মোঃ মোতালেব ও মোঃ ইসমাইল(২০), পিতা- মোঃ হারুন মিয়া-কে আসামী করে মানিকছড়ি থানায় অভিযোগ দাখিল করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৮টার সময় বুদং পাড়া থেকে ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। যাওয়ার সময় পথিমধ্যে মোঃ হাসান ও মোঃ ইসমাইল ওই ছাত্রীকে গতিরোধ করে জোরপূর্বক জঙ্গলের ভেতর নিয়ে গিয়ে শ্লীলতাহানি (ধর্ষণ?) করে। পরে সেখান থেকে বাড়িতে ফিরে এসে ওই ছাত্রী ঘটনাটি তার মা-বাবাকে খুলে বলে। এরপর ঘটনা জানাজানি হওয়ায় লোকলজ্জার ভয়ে ওই ছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে অজ্ঞান অবস্থায় মেয়েটিকে মানিকছড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
মেয়েটির পিতা থানায় অভিযোগ দাখিল করলেও আজ বুধবার পর্যন্ত পুলিশ অভিযুক্ত কাউকে গ্রেফতার করেনি বলে জানা গেছে।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।