মানিকছড়ির মনাদং পাড়ায় স্থাপিত সেনা ক্যাম্প প্রত্যাহারের দাবিতে রামগড়ে মানববন্ধন
সিএইচটি নিউজ ডটকম
রামগড় : খাগড়াছড়ির মানিছড়ি উপজেলার মনাদং পাড়ায় পাহাড়িদের জায়গা বেদখল করে স্থাপিত সেনাক্যাম্প প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের এলাকাবাসী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় পাতাছড়া ইউনিয়নের দাঁতারাম পাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে জয় ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন দুঅং প্রু কার্বারী ও ইউপি মেম্বার বুলু মারমা । এছাড়া সংহতি জানিয়ে এতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের গুইমারা উপজেলা শাখার সভাপতি সমর জ্যোতি চাকমা ও পাতাছড়া ইউপি শাখার সভাপতি সন্তোষ চাকমা।
বক্তারা অবিলম্বে মনদং পাড়া থেকে সেনা ক্যাম্পটি প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, নিরাপত্তার অজুহাতে পাহাড়িদের জায়গা-জমিতে সেটলারদের পুনর্বাসন করতেই পরিকল্পিতভাবে ওই সেনা ক্যাম্পটি স্থাপন করা হয়েছে। ফলে পাহাড়িরা প্রতিনিয়ত উচ্ছেদ হওয়ার আশঙ্কায় দিনযাপন করতে বাধ্য হচ্ছেন।
বক্তারা ওই এলাকায় সেটলার পুনর্বাসনের ষড়যন্ত্র ও ভূমি বেদখল বন্ধেরও দাবি জানিয়েছেন।
একই দাবিতে মাটিরাংগায়ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
——————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।