মিথ্যা মামলায় নান্যাচর উপজেলা চেয়ারম্যান অমর জীবন চাকমাকে কারাগারে প্রেরণ

চেয়ারম্যান অমর জীবন চাকমাকে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।
রাঙামাটি, সিএইচটি নিউজ
রবিবার, ২৮ জুলাই ২০২৪
মিথ্যা মামলায় নান্যাচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমর জীবন চাকমাকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ রবিবার (২৮ জুলাই ২০২৪) দুপুরে হাইকোর্টের নির্দেশ মোতাবেক অমর জীবন চাকমা রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। কিন্তু আদালতের বিচারক সহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
অমর জীবন চাকমার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাগুলোর মধ্যে রয়েছে- ২০০৭ সালে ৫০০ টাকার ১০১টি জাল নোট রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা এবং ২০১৮ সালে শান্ত চাকমা হত্যা, লংগদুতে জংগলী চাকমা হত্যা, শক্তিমান চাকমা ও কালোময় চাকমা হত্যা মামলায় মিথ্যাভাবে তাকে আসামী করা হয়।
এ বিষয়ে অমর জীবন চাকমার আইনজীবী অ্যাডভোকেট উষাময় খীসা বলেন, হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করে অমর জীবন চাকমার সকল মামলায় জামিন চাওয়া হয়। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের নির্দেশের পর পুলিশ চেয়ারম্যান অমর জীবন চাকমাকে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যায়।
উল্লেখ্য, গত ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নান্যাচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন অমর জীবন চাকমা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।