মুখোশ বাহিনী প্রতিরোধ দিবসে সাজেকে আলোচনা সভা

0


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ৭ মার্চ ২০২৫

‘মুখোশ বাহিনী প্রতিরোধ দিবসে’ রাঙামাটির সাজেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৭ মার্চ ২০২৫) দুপুর ১২টায় অনুষ্ঠিত আলোচনা সভায় গণতান্ত্রিক যুব ফোরামে সাজেক শাখার সাংগঠনিক সম্পাদক শুক্র চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক ইয়ান চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সাজেক শাখার সহসভাপতি ভূবান্তর চাকমা।

বক্তারা বলেন, জুম্মদের অধিকার প্রতিষ্ঠার গণআন্দোলনকে ধ্বংস করতে সমাজে বখাটে ছেলেদের দিয়ে ১৯৯৫-৯৬ সালে তৎকালীন বিএনপি সরকারের যোগাযোগ মন্ত্রী অলি আহম্মদের তত্ত্বাবধানে মুখোশবাহিনী গঠন করা হয়েছিল। সেনাদের প্রত্যক্ষ সহযোগিতায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে অবস্থান করে মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা গ্রামে নিরীহ লোকজনের ওপর উৎপাত চালাতো। মুখোশের চরম উৎপাতের ফলে জনগণ ছিল অতিষ্ঠ। সেদিন ৭ মার্চ ১৯৯৬ মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা পেরাছড়া গ্রামে গিয়ে অত্যাচার চালালে জনগণ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। জনগণের মুখোশ প্রতিরোধ আন্দোলনে অংশ নিতে গিয়ে সেনাবাহিনীর গুলিতে শহীদ হন অমর বিকাশ চাকমা। এ প্রতিরোধের পরে সেনাবাহিনী ও সরকার মুখোশ বাহিনী ভেঙ্গে দিতে বাধ্য হয়। তাই ৭ মার্চ দিনটি পার্বত্য চট্টগ্রামে জনগণের প্রতিরোধ আন্দোলনের এক গৌরবোজ্জ্বল দিন।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে আন্দোলন দমন করতে শাসকগোষ্ঠির ষড়যন্ত্র থেমে থাকেনি। ৯৬ সালে গণপ্রতিরোধে মুখোশ বাহিনী ভেঙে গেলেও ২০১৭ সালের ১৫ নভেম্বর আবারো একই কায়দায় সেনাবাহিনী নব্য মুখোশ বাহিনী গঠন করে দিয়ে পার্বত্য চট্টগ্রামে খুন-গুম, অপহরণ, চাঁদাবাজি-মুক্তিপণ আদায়সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই নব্যমুখোশদের বিরুদ্ধেও ৯৬ সালের মতো গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More