রাঙামাটিতে আটক দু’জন ইউপিডিএফ সদস্য নয়
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২১ অক্টোবর ২০২৩

’আলোকিত রাঙ্গামাটি’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালে ‘রাঙামাটিতে চাঁদার টাকাসহ ইউপিডিএফ’র ২ কালেক্টর আটক’ শিরোনামে প্রকাশিত খবরটি মিথ্যা ও বানোয়াট দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা।
আজ শনিবার (২১ অক্টোবর ২০২৩) সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সচল চাকমা বলেন, গতকাল রাঙামাটির মানিকছড়ি এলাকা থেকে আটক হ্ওয়া সুমিত চাকমা (৩৭) ও মেহেদি হাসার রকি (৩৮) দু’জনই একটি প্রাইভেট কোম্পানির কর্মচারি বলে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি। তারা ইউপিডিএফের কোন সদস্য নয়।
বিবৃতিতে তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে সাধারণ লোকজনকে অন্যায়ভাবে গ্রেফতার করে ইউপিডিএফ’র সদস্য হিসেবে ফাঁসিয়ে দিয়ে রাষ্ট্রীয় বাহিনীর কায়েমী স্বার্থবাদী চক্র নিজেদের আখের গোছাতে চায়। এটি ইউপিডিএফের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রেরই অংশ।
তিনি মিথ্যা, বানোয়াট খবর তৈরি করে ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রয়াস বন্ধের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন