রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে হত্যার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ

0


দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ১৬ মার্চ ২০২৫

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামার পাড়ায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সদস্য নির্মল খীসাকে গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৬ মার্চ ২০২৫) বেলা ৩টার সময় ইউপিডিএফের দীঘিনালা ইউনিটের উদ্যোগে দীঘিনালা ইউনিয়নের পুকুরঘাট এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে কার্বাটি টিলা চৌরাস্তায় এসে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফের দীঘিনালা ইউনিটের সংগঠক রিটেন চাকমা।

রিটেন চাকমা রাঙামাটির খামার পাড়ায় ইউপিডিএফ সদস্য নির্মল খীসাকে হত্যার নিন্দা জানিয়ে বলেন, জেএসএস সন্তু গ্রুপ খুন-খারাবির মাধ্যমে সংঘাত জিইয়ে রেখে সেনাবাহিনী ও শাসকগোষ্ঠির “ভাগ কর, শাসন কর” নীতি বাস্তবায়ন করছে। এতে প্রধান ভূমিকা পালন করছেন সন্তু লারমা। তিনি আঞ্চলিক পরিষদের গদি টিকিয়ে রাখার লক্ষ্যে সেনাবাহিনীর মন রক্ষায় এসব হত্যাকাণ্ডে তার পোষ্য সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছেন।  

তিনি আরো বলেন, গত বছর জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে অনেক আওয়ামী লীগ নেতা ও দোসরকে গ্রেফতার করা হলেও পাহাড়ের শেখ হাসিনার দোসর সন্তু লারমা দিব্যি আঞ্চলিক পরিষদের চেয়ারে বসে খুনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকার সন্তু লারমার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া তো দূরের কথা উপরন্তু রাষ্ট্রীয় বাহিনীর একটি অংশ তাকে ব্যবহার করে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সষ্টি করছেন।

ইউপিডিএফ সংগঠক রিটেন চাকমা অবিলম্বে নির্মল খীসা’র হত্যাকারী জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More