রাঙামাটিতে ইয়াবা ও চোলাই মদসহ আটক ৪

0

রাঙামাটিতে চোলাই মদ ও ইয়াবাসহ চারজনকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহিত


রাঙামাটি, সিএইচটি নিউজ
শনিবার, ১৬ আগস্ট ২০২৫

রাঙামাটিতে ইয়াবা ও চোলাই মদসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ৩ জন নারী রয়েছেন, যাদের কাছ থেকে ৩০ লিটার চোলাই মদ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাঙামাটি থেকে যাত্রীবেশে অভিনব কায়দায় পাচারের সময় মানিকছড়ি চেকপোস্টে কর্তব্যরত পুলিশ সদস্যরা ৩০ লিটার চোলাই মদসহ তিন নারীকে আটক করে। তারা স্যালাইনের প্যাকেটে চোলাই মদ ভরে সেগুলোকে বিশেষভাবে শরীরের সাথে বেঁধে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছিল।

আটককৃতরা হলেন, হাটহাজারীর মির্জাপুরের বাসিন্দা মহিমা আক্তার (৩৫), চট্টগ্রামের বালুছড়ার হিন্দু পাড়াস্থ নতুন মসজিদ এলাকার ছকিনা বেগম (৭৫) ও শাহিনুর (৫০)।

অপরদিকে, শুক্রবার রাতে রাঙামাটি শহরে অভিযান পরিচালনা করে ৮০ পিস ইয়াবাসহ হাসান নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

আটক হাসান বাঘাইছড়ি উপজেলাধীন দূরছড়ির মুসলিম পাড়া এলাকার নাছির উদ্দিনের সন্তান বলে জানা গেছে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সকলকে কোর্টে প্রেরণ করা হয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More