রাঙামাটিতে এক ছাত্র গুলিবিদ্ধ
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
![]()
রাঙামাটির জেলা শহরের টিটিসি এলাকায় আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। তার নাম তুহিন চাকমা(৩০)। সে রাঙামাটি সরকারী কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র। তার পেটে ও পেটের নীচে গুলি লেগেছে। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কি কারণে বা কারা এ গুলির ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে তুহিন চাকমা জনসংহতি সমিতি(এমএন লারমা)-এর রাঙামাটি জেলা শাখার সভাপতি অনুপ কুমার চাকমার ছেলে বলে পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় রাঙামাটি শহরে আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, এদিকে আজ মঙ্গলবার দুপুরে রাজস্থলী থেকে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে রাজস্থলী-বাঙালহালিয়া সড়কে মাঝামাঝি স্থানে ২৯৯ নং রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী ও জনসংহতি সমিতি(এমএন লারমা)-এর সভাপতি সুধাসিন্ধু খীসাকে বহনকারী গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। জেএসএস(এমএন লারমা) এ ঘটনার জন্য সন্তু লারমার সন্ত্রাসীদের দায়ী করেছে।
