রাঙামাটিতে এক পাহাড়ি নারীকে যৌন হয়রানি

রাঙামাটি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
রাঙামাটি শহরের কে. কে রায় সড়ক এলাকায় গতকাল সোমবার (১২ মে ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার সময় এক পাহাড়ি নারী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে জানা গেছে।
মো. রাশেদ নামে এক সেটলার এ ঘটনাটি ঘটায়। এলাকার লোকজন তাকে ধরে গণধোলাাই দিলে পরে সেনাবাহিনী ও পুলিশ এসে তাকে নিয়ে যায়। তার স্থায়ী ঠিকানা বাশঁখালী বলে সে জানিয়েছে।
জানা যায়, ভুক্তভোগী নারী কে কে রায় সড়ক এলাকা থেকে তবলছড়ি যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে (অটোরিক্সা) উঠলে মো. রাশেদও একই স্থানে যাবে বলে ওই সিএনজিতে ওঠে। সিএনজি চলন্ত অবস্থায় মো. রাশেদ ওই নারীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী নারী ভয়ে সিএনজি চালককে গাড়ি থামাতে বলার পরও গাড়িটি না থামালে ওই নারী সিএনজি থেকে লাফ দিলে চালক গাড়িটি থামাতে বাধ্য হন।

এমতাবস্থায় আশে-পাশে থাকা লোকজন ঘটনাটি দেখে ছুটে আসেন এবং ঘটনা জানাজানি হলে তারা সিএনজি’র ভেতর থেকে মো. রাশেদকে নামিয়ে গণধোলাই দেয়।
পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে উপস্থিত হয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, সেনাবাহিনী উপস্থিত লোকজনের কাছ থেকে মো. রাশেদকে মারধর করার কারণ জানতে চায় এবং তার পক্ষ নেয়ার চেষ্টা করে। তবে স্থানীয় এক নারী সেনাবাহিনীর এমন আচরণের প্রতিবাদ জানান। তিনি সেনাবাহিনী সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা নারীরা কোথাও নিরাপদ নয়। আজকে যদি আপনাদের কারোর মেয়ে বা স্ত্রীর সাথে এমন ঘটনা ঘটতো তাহলে কি করতেন?’
পরে সেনা ও পুলিশ মো. রাশেদকে তাদের হেফাজতে নিয়ে যায়।
উল্লেখ্য, এর আগে সকালে সেটলারদের সমাবেশ চলাকালে বনরূপা বাজার এলাকায় প্রান্তর চাকমা নামে একজন হামলার শিকার হন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।