রাঙামাটিতে কাল আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ সফল করার আহ্বানে কুদুকছড়িতে প্রচার মিছিল

0

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩

হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের ডাকা আগামীকাল বুধবার (৩০ আগস্ট ২০২৩) রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি সফল করার আহ্বানে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

লংগদুতে নিজ ছাত্রীর ধর্ষক আব্দুর রহিমের হাইকোর্টের জামিন বাতিলপূর্বক পূনরায় গ্রেফতার করে তার যাবজ্জীবন সাজা বহাল ও তাকে প্রধান শিক্ষক পদে পুনঃ যোগদানে সহায়তাকারীদের বিচারের আওতায় আনার দাবিতে গতকাল (সোমবার) কুদুকছড়িতে এক ঝাড়ু মিছিল ও সমাবেশ থেকে দুই নারী সংগঠন উক্ত সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেয়।

আগামীকালের উক্ত আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি সফল করার আহ্বানে আজ মঙ্গলবার (২৯ আগষ্ট ২০২৩) বিকাল সাড়ে ৩টায় কুদুকছড়িতে এক প্রচার মিছিল বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি রিপন আলো চাকমা।

তিনি বলেন, সরকার, প্রশাসন, বিচার বিভাগ যদি ধর্ষণের ঘটনায় সুষ্ঠু বিচার করতো তাহলে আমাদের অবরোধ কর্মসূচি দিতে হতো না। একজন ছাত্রী যদি নিজের শিক্ষকের কাছে নিরাপদ না থাকে তাহলে তার নিরাপত্তা কোথায় থাকবে? তিনি ধর্ষক আব্দুর রহিমের সাজা বহালের দাবিতে ডাকা আগামীকালের আধাবেলা অবরোধ কর্মসূচি সফল করতে প্রশাসনসহ জেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।

সভা থেকে তিনি অবিলম্বে ধর্ষক আব্দুর রহিমের হাইকোর্টের জামিন বাতিল করে তাকে পুনরায় গ্রেফতারপূর্বক যাবজ্জীবন সাজা ও ১০ লক্ষ টাকা জরিমানা বহাল রাখা এবং বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পুন: যোগদানের সহায়তাকারীদের বিচারের আ্ওতায় এনে শাস্তির দাবি করেন।

উক্ত প্রচার মিছিল থেকে আগামীকাল বুধবার (৩০ আগস্ট ২০২৩) রাঙামাটি জেলায় ডাকা আধাবেলা (সকাল ৬টা থেকে দুপুর ১২টা) সড়ক ও নৌপথ অবরোধ সফল করতে রাঙামাটি – কাউখালী সড়ক; রাঙামাটি- মহালছড়ি সড়ক; বাঘাইছড়ি – দীঘিনালা সড়ক; লংগদু – দীঘিনালা সড়ক; রাঙামাটি – বাঘাইছড়ি নৌপথ; রাঙামাটি-জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি নৌপথ; রাঙামাটি – নান্যাচর নৌপথ ও সড়ক পথের সকল প্রকার বাস, ট্রাক, সিএনজি, লঞ্চ, বোট মালিক সমিতি, চালক সমিতিসহ প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করা হয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More