রাঙামাটিতে ছাত্র-জনতার গণসমাবেশ অংশগ্রহণকারী ১১ জনকে অপহরণ করেছে জেএসএস সন্ত্রাসীরা!

0

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৭ আগস্ট ২০২৪

রাঙামাটি শহরে ছাত্র-জনতার আহূত গণসমাবেশে অংশগ্রহণকারী অন্তত ১১ জনকে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে ‘পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন প্রত্যাহার, অন্তর্বর্তীকালীন সরকারে সকল দলের অংশগ্রহন নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের অধিনে পরিচালিত সকল গণহত্যার বিচার ও রাজবন্দীদের মুক্তির দাবিতে রাঙামাটি জিমনেসিয়াম মাঠে উক্ত গণসমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে কুদুকছড়ি, বন্দুকভাঙা, নান্যাচর, কাউখালী এলাকা থেকে হাজার হাজার ছাত্র-জনতা সমাবেশে অংশগ্রহণ করতে গেলে জেএসএস সন্ত্রাসী ও সেনাবাহিনী ছাত্র-জনতার ওপর হামলা চালায়।

এত অন্তত ৫০ জন আহত হন। এছাড়া ১১ জনকে জেএসএস সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

অপহৃতদের মধ্যে হামলায় আহত থুইসানু মারমা, পিতা সাথোয়াইপ্রু মারমা, সাং বড়ইছড়ি, কাউখালী-কে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপহরণ করা হয় বলে জানা গেছে। এছাড়া অপর অপহৃতরা হলেন- নান্টু চাকমা (২৭) পিতা- পুরোন চান চাকমা, গ্রাম-পুটিছড়ি, ৮ নং ওয়ার্ড কুদুকছড়ি ইউনিয়ন, তুহিন চাকমা(২২) পিতা- বিপিন চাকমা, গ্রাম-পুটিখালী ৯নং ওয়ার্ড রাঙামাটি সদর, ইন্টন জ্যোতি চাকমা, পিতা- অনিল চাকমা, গ্রাম- গর্জনতুলি. বুড়িঘাট ইউপি, নান্যাচর ও সুমন্ত চাকমা, পিতা- প্রিয় রঞ্জন  চাকমা, গ্রাম-গর্জনতুলি, বুড়িঘাট ইউপি, নান্যাচর। এদেরকে জেলা শিল্পকলা একাডেমী এলাকা থেকে জেএসএস সন্ত্রাসীরা অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলে জানা গেছে।

আর বাকীদের নাম এখনো জানা যায়নি। 

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অপহৃত কাউকে মুক্তি দেয়া হয়নি বলে জানা গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More