রাঙামাটিতে জুম্ম নারীকে হত্যার প্রতিবাদে কুদুকছড়িতে বিক্ষোভ
রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় গতকাল শনিবার বাঙালি কর্তৃক বলি মিলা চাকমা নামে এক জুম্ম নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে আজ ৮ জুলাই রবিবার বিকাল ৩টায় রাঙামাটির কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ে মুল গেটের সামনে থেকে শুরু হয়ে কুদুকছড়ি বাজার প্রদক্ষিণ করে বাজারের পাশ্ববর্তী রাস্তার উপর এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি বিলাস চাকমা, সাংগঠনিক সম্পাদক বাবলু চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিনা চাকমা এতে বক্তব্য রাখেন।