রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করেছে পুলিশ

রাঙামাটি, সিএইচটি নিউজ ।। রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক এবং দৈনিক কালের কণ্ঠের রাঙামাটি প্রতিনিধি।
আজ মঙ্গলবার (৭ জুন ২০২২) সন্ধ্যায় শহরের এডিসি হিলের নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল বুধবার সকালে তাঁকে আদালতে তোলার কথা জানিয়েছে পুলিশ।
রাঙামাটির সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত) ফিরোজা বেগম চিনু এবং তার কন্যা নাজনীন আনোয়ার-এর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকালে ফজলে এলাহী তাঁর ফেসবুকে লেখেন “ফিরোজা বেগম চিনু ও তার মেয়ের মামলায় আমার বিরুদ্ধে গ্রেফতার ওয়ারেন্ট দেখিয়ে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ….সাংবাদিকতার এই প্রতিদান???
আমার মৃত্যুর জন্য চিনু ও তার মেয়েকে দায়ি করে গেলাম……রাঙামাটিবাসি এদের বিচার করিও”।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কবির হোসেন বলেন। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল থেকে একটি ওয়ারেন্ট আদালতের মাধ্যমে থানায় আসার পর ফজলে এলাহীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তবে তিনি মামলার বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।
রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন বলেন, মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানি না। আদালত থেকে একটি ওয়ারেন্টের প্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন