রাঙামাটিতে তথাকথিত জাতীয় রাজনৈতিক দলে যোগ না দেয়ার আহ্বানে পোস্টারিং

0


রাঙামাটি ও নান্যাচর প্রতিনিধি

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

জুম্ম স্বার্থের পরিপন্থী তথাকথিত জাতীয় রাজনৈতিক দলে যোগ না দেয়ার আহ্বান জানিয়ে রাঙামাটি সদর ও নান্যাচর উপজেলার  বিভিন্ন স্থানে ব্যাপক পোস্টারিং হয়েছে।

আজ শুক্রবার (১৮ জুলাই ২০২৫) ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের উদ্যোগে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি, বোধিপুর, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খামার পাড়া, আবাসিক, ধর্মঘর, মাউরুম কলেজ, কুদুকছড়ি বাজার এলাকায় এবং নান্যাচর উপজেলার রামহরি পাড়া, পুলিপাড়া, টিএন্ডটি বাজার, পাতাছড়ি এলাকায় এ নিয়ে পোস্টারিং করা হয়েছে।


হাতে লেখা এসব পোস্টারে লেখা শ্লোগানগুলোর মধ্যে রয়েছে- “নৌকা, পাল্লা, ধানের শীষ, তিন দলেরই একই বিষ; বিএনপি করে যারা, জনগণের শত্রু তারা; ফ্যাসিস্ট দল বিএনপিতে যোগ দেবেন না; উগ্রজাতীয়তাবাদী বিএনপিতে যোগ দেবেন না; বিএনপি কী করেছে, পাহাড়িদের মেরেছে; সেটেলার পার্টি বিএনপিতে যোগ দেবেন না; চাকমা, মারমা, ত্রিপুরা, আমরা সবাই জুম্ম সেনা; চাকমা, মারমা, ত্রিপুরা, গড়ে তোল একতা; রামগড়ের জমি বেদখল করেছে কে? বিএনপি; মানিকছড়ির জমি বেদখল করেছে কে? বিএনপি; দুর্নীতিবাজদের দল বিএনপিতে যোগ দেবেন না; পাহাড়ি-বিদ্বেষী দল বিএনপি থেকে দূরে থাকুন; বিএনপির রাজনীতি পাহাড়ি ধ্বংসের রাজনীতি; লোগাং, মহালছড়ি ভুলি নাই, বিএনপি তোদের রক্ষা নাই; রামগড়ের জমি ভুলি নাই, বিএনপি তোর রক্ষা নাই; মানিকছড়ির জমি ভুলি নাই, বিএনপি তোর রক্ষা নাই; কলমপতি ভুলি নাই, বিএনপি তোমার রক্ষা নাই; বিএনপি, লীগ নিপাত যাক, পাহাড়িরা মুক্তি পাক; পাহাড় হবে পাহাড়ি + পুরোনবস্তী বাঙালির; লীগ গেছে যেই পথে, বিএনপি যাবে সেই পথে প্রভৃতি।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More