রাঙামাটিতে তিন পার্বত্য জেলার সাংবাদিকদের আঞ্চলিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
রাঙামাটিতে তিন পার্বত্য জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙ্গামাটি বেসকারী উন্নয়ন সংস্থা আশিকা, তৃণমুল ও ইকো উন্নয়ন সংস্থার আয়োজনে এবং ইউএন ডেমোক্রেসি ফান্ডের সহায়তায় আশিকা হল রুমে ম্মেলনের উদ্বোধন করেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে।
সম্মেলনে বক্তব্য রাখেন, আশিকার নিবার্হী পরিচালক বিপ্লব চাকমা, বান্দরবান প্রেস ক্লাবের ফরিদুল আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া। সম্মেলনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দবানের ৬০জন সাংবাদিক অংশগ্রহন করেন।
সম্মেলনে সুনীল কান্তি দে’কে আহ্বায়ক করে তিন পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘চিটাগাং হিলটেক্ট রিজিওয়ান জার্নালিষ্ট নেটওর্য়াক’ নামে নতুন একটি সংগঠনের ঘোষণা দেওয়া হয়েছে।ন