রাঙামাটিতে পরিবেশ রক্ষা ও সামাজিক অবক্ষয় বিষয়ে ডিওয়াইএফ’র জনসচেতনতামূলক পোস্টারিং

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
সামাজিক অবক্ষয় এবং বন ও পরিবেশ রক্ষায় রাঙামাটির বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক পোষ্টারিং করেছে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)।
আজ মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) রাঙামটি সদর উপজেলার কুদুকছড়ি বাজার, মাওরুম কলেজ, চংড়াছড়ি, হাজাছড়ি, সাপছড়ি, বোধিপুর, খামার পাড়া, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক পোস্টারিং করেন ডিওয়াইএফ’র রাঙামাটি সদর উপজেলা শাখার নেতা-কর্মীরা।
হাতে লেখা পোস্টারগুলোতে লেখা রয়েছে, “পরিবেশের জন্য ক্ষতিকর সেগুন বাগান সৃজন থেকে বিরত থাকুন; নাম তার সেগুন, সব গাছ করে খুন; জীব বৈচিত্র্য রক্ষা করুন; সেগুন নয়, বাঁশ, গর্জন, চাম্পা ও কড়ই গাছ রোপন করুন; পরিবেশ-শত্রু সেগুন, ক্ষতি করে বহুগুণ; সামাজিক অবক্ষয় প্রতিরোধ করুন, সমাজ-জাতি রক্ষা করুন; মদ-জুয়া-ডাব্বো খেলা থেকে বিরত থাকুন; যত্রতত্র তাস, কেরম খেলা থেকে বিরত থাকুন; দোকানে আড্ডা দেয়ার বদঅভ্যাস ত্যাগ করুন, উৎপাদনশীল কাজে লেগে থাকুন; সুস্থ, সুন্দর সমাজ নির্মাণে কাজ করুন, সমাজ-জাতির জন্য ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকুন”… ইত্যাদি।




সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।